২৩ জানুয়ারি, কলকাতাঃ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে বিশেষ বার্তা দিতে শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। ১২৭তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে মমতা বললেন ‘নেতাজির মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে, আর নেতাজির মতো নেতা জন্মালো না। আরেকটা নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ জন্মাবে না।’'
তিনি অতি ক্ষুদ্র বক্তৃতা রাখেন নেতাজি মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপনের পরে। তাঁর গলায় আক্ষেপের সুর শোনা যায় নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা না করা থেকে শুরু করে মৃত্যু রহস্য উদঘাটনসহ একাধিক বিষয়। বক্তৃতার মাঝে তিনি বলেন, ‘আমাকে একবার ছাই ( রেনকোজি মন্দিরে অবস্থিত ছাই) নেওয়ার জন্য বলা হয়েছিল। আমি সেটা নিতে চাই না। আমি জীবন্ত নেতাজি চাই, ছাই নয়।’ তিনি মনে করান, ‘ছাই চাই না, ছাই দিয়ে আগুন চাপা যায় না।’ সাথে তাঁর উঠে আসে কেন্দ্রের প্রতি অভিযোগের কথা। তিনি বলেন, ‘২০ বছর ধরে চেষ্টা করেও জাতীয় দিবস করতে পারিনি। আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী। রাজনৈতিক কারণে ছুটি হয়, দেশ নায়কের জন্মদিনে জাতীয় ছুটি হয় না।’
আমাদের কী দুর্ভাগ্য, দেশের কী দুর্ভাগ্য, যে মানুষটা দেশের জন্য লড়াই করতে গিয়ে, দেশকে দিশা দেখাতে গিয়ে লড়াই করে গেল, তাঁর জন্মদিনটা জানলেও, মৃত্যুদিনটা আমরা জানি না। চির অমাবস্যার অন্ধকারে লুকায়িত আছে। আমরা লজ্জিত।’ নেতাজির একাধিক ফাইল প্রকাশের বিষয়টি উঠে আসে তাঁর কথায়। তিনি বলেন, ‘বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, আমরা এর রহস্য উদঘাটন করব। সব হয়ে যায়, কিন্তু নেতাজিকে ভুলে যায়।’ নেতাজির ফাইল প্রকাশ না করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।