kolkata

1 year ago

Anganwadi Salaray Increased:বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের,মাইনে বাড়ল আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের,এপ্রিল থেকেই বর্ধিত বেতন

Chief Minister Mamata Banerjee's special announcement for the common people.
Chief Minister Mamata Banerjee's special announcement for the common people.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তিনি জানিয়েছিলেন যে, বুধবার সকাল ১০টায় বিশেষ ঘোষণা করবেন তিনি। ধবার সকাল ১০ টা বেজে কয়েক মিনিট হয়েছে। দেশের মধ্যে প্রথম কলকাতায় গঙ্গার নীচে মেট্রো উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ঘড়ির কাটায় ঠিক ১০ টায় ফেসবুকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী,  ৪৯ সেকেন্ডের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বাংলায় আশাকর্মী, আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন তিনি। 

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আশা কর্মীদের বেতন ৭৫০ চাকা বাড়ানো হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা এতদিন ৮,২৫০ টাকা করে পেতেন। তাঁদের বেতনও ৭৫০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পাশাপাশি দীর্ঘদিন বেতন বাড়েনি আইসিডিএস কর্মীদেরও। আইসিডিএস কর্মীরা এতদিন ৬,০০০ টাকা করে পেতেন। তাঁদের ৫০০ টাকা করে বেতন বাড়ানোর ঘোষণা করলেন মমতা। এপ্রিল মাস থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সরকার এভাবেই সবার সুযোগ-সুবিধার কথা খেয়াল রেখে কাজ করে যাবে।” 

মঙ্গলবার রাতেই জানানো হয়েছিল, বুধবার সকাল ১০ টায় বিশেষ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নিজের ফেসবুক ওয়ালে মমতা লিখেছিলেন, "আগামীকাল সাধারণ মানুষের জ্ঞাতার্থে  একটি বিশেষ ঘোষণা। সময় সকাল ১০টা । নজর রাখুন আমার ফেসবুক পেজে।" 

স্বভাবতই ভোটের আগে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করবেন, তা নিয়ে অপার কৌতূহল তৈরি হয়েছিল। তবে মহিলাদের জন্য মমতা বিশেষ ঘোষণা করতে পারেন, এমনটা অনুমান করেছিলেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্বের অনেকেই। 

সন্দেশখালির মহিলাদের সঙ্গে কয়েক ঘণ্টা বাদেই বারাসতের জনসভায় কথা বলবেন নরেন্দ্র মোদী। রাজ্যের মহিলাদের ‘বঞ্চনা’-কে ইস্যু করে মোদীর সরব হওয়ার আগেই বিশেষ ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। সংক্ষিপ্ত ভিডিয়ো বার্তায় আশা, আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাঁদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি।


You might also like!