kolkata

1 year ago

Mamata Banerjee : নেতাজি ফাইল নিয়ে কথা রাখেনি কেন্দ্র, ফের অভিযোগ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নেতাজি ফাইল কোথায় ? দেশনেতার জন্মদিবসে কেন্দ্রের কাছে ফের এই প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার ধর্মতলায় এক অনুষ্ঠানে, মমতা জানিয়েছেন, নেতাজি সম্পর্কিত সব তথ্য মানুষের সামনে তুলে ধরেছে তাঁর সরকার। কিন্তু কোনও কথা রাখেনি কেন্দ্রের বিজেপি সরকার।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, নেতাজির তৈরি যোজনা কমিশনকে তুলে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তৈরি করা হয়েছে নীতি আয়োগ। তাঁর অভিযোগ, সেখানে কোনও নীতিই স্পষ্ট নয়। বরং এই কমিটি সরকারের হাতের পুতুল হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা।

রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, তিনি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। কারণ, বারবার নেতাজি জয়ন্তী নিয়ে তাঁর জাতীয় ছুটির দাবি ফিরিয়ে দিয়েছে কেন্দ্র। আসলে নেতাজির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিজেপি সরকার।

You might also like!