kolkata

1 year ago

Lok Sabha 2024: এপ্রিলের কাঠফাটা রোদ, ভোটারদের জন্য ওআরএস, জল, রোদচশমার ব্যবস্থা করবে কমিশন

Election commission
Election commission

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এপ্রিলের - মে মাসের কাটফাটা গরমে লোকসভা ভোট। এই সময় শুধু বঙ্গে না। গোটা দেশেই তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ফলে বেজায় অস্বস্তিতে কমিশন। কারণ গরমের জন্য ভোটাররা বুথে না গেলে ভোট কম পড়বে। তাই গরম মোকাবিলা করতে একাধিক পদক্ষেপ করছে নির্বাচন কমিশন।

অতিরিক্ত গরম থেকে ভোটারদের রক্ষা করতে বুথে পর্যাপ্ত পরিমাণে জল মজুত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও গাইডলাইনে বলা হয়েছে, প্রত্যেক বুথে পর্যাপ্ত পরিমাণ পরিবেশবান্ধব চশমা রাখা হবে। গরম থেকে বাঁচতে ভোটার এবং ভোটকর্মীরা ওই চশমা ব্যবহার করতে পারবেন। এছাড়াও হিট স্ট্রোক এড়াতে ওআরএস এবং প্রয়োজনীয় ওষুধপত্রও থাকবে বুথে।

দূরত্বের দিকেও নজর দিয়েছে কমিশন। ভোটারের বাড়ি থেকে তাঁর ভোটকেন্দ্র ২ কিলোমিটারের ভেতরেই হবে। এমনকি ভোট গ্রহণ কেন্দ্রে যাঁরা লাইনে দাঁড়াবেন, তাঁদের মাথার উপর ছাউনির ব্যবস্থাও করা হবে।


You might also like!