kolkata

1 year ago

Kunal Ghosh: শুভেন্দুকে শরণার্থী বলে কটাক্ষ কুণালের!

Kunal Ghosh (File Picture)
Kunal Ghosh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুভেন্দু-শাহকে এবার সিএএ তরজার মাঝেই কটাক্ষ করলেন  কুণাল ঘোষ। তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শরণার্থী বলে তোপ দাগলেন। শুভেন্দুর উদ্দেশ্যে তিনি বললেন তৃণমূলে থাকাকালীন দুর্নীতি করে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু। অর্থাৎ আদতে তিনিই শরণার্থী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত রক্ষায় ব্যর্থ বলেও তোপ দাগলেন তিনি।

এখানেই শেষ নয়, কুণাল ঘোষের দাবি, যে বিজেপির জন প্রতিনিধিরা সিএএ’র আবেদন করবেন আগে তাঁদের পদ থেকে সরাতে হবে। কারণ হিসেবে দাবি করেছেন, সিএএ’র প্রাথমিক শর্তই হল, যিনি নাগরিক নন, তাঁকে নাগরিকত্ব প্রদান। সেই হিসেবে যিনি নাগরিক নন তিনি জনপ্রতিনিধি হবেন কী করে? প্রশ্ন তৃণমূল নেতার।

You might also like!