Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

kolkata

1 month ago

Minakshi-Kunal: কালীগঞ্জ নিয়ে প্রতিবাদী মীনাক্ষীকে কটাক্ষ কুণালের

Meenakshi Mukherjee & Kunal Ghosh
Meenakshi Mukherjee & Kunal Ghosh

 

কলকাতা, ২৪ জুন : কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যু নিয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কড়া মন্তব্য করায় তাঁকেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বললেন, ‘মীনাক্ষী মুখোপাধ্যায় কি জানেন, ওনার এক জ্যেঠুর নাম রবিন দেব থেকে সেদিন রিগিং দেব হয়ে গিয়েছিল।’ কালীগঞ্জের বোমাবাজির ঘটনায় তীব্র নিন্দা করেন মীনাক্ষী। মীনাক্ষী বলেন. “আসলে এটা বিজয়োল্লাস নয়, এটা গুন্ডাগিরি। পশ্চিমবঙ্গে এই গুন্ডারাজ সরকারি মদতে চলছে।”

কালীগঞ্জের ঘটনার প্রতিবাদ জানিয়ে কুণালও মঙ্গলবার বলেন, “এটা ঘটনা অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা করেছেন। পুলিশ পদক্ষেপ করছে। কাল রাত পর্যন্ত চার জন গ্রেফতার হয়ে গিয়েছে। কোন দল, কে আমাদের জানার দরকার নেই, মেরে পিঠের চামড়া তুলে দেওয়া উচিত।” সে প্রসঙ্গে বলতে গিয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বালিগঞ্জ উপনির্বাচনে গুলিচালনার প্রসঙ্গ টেনে আনেন।

প্রসঙ্গত, সোমবার ভোটগণনা শেষ হতে না-হতেই কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু নাবালিকার! উঠেছে বিস্ফোরক অভিযোগ। বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য় করে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। তাই নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলের নেতৃবৃন্দ।


You might also like!