kolkata

1 year ago

KMC Recruitment 2023: কলকাতা পুরসভায় চাকরি, বেতন ২২ হাজার

Jobs in Kolkata Municipality, Salary 22 thousand
Jobs in Kolkata Municipality, Salary 22 thousand

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (Kolkata Municipal Corporation Recruitment 2023)।

পদের নাম

ফার্মাসিস্ট

শূন্যপদ

১৯টি

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে ফার্মেসিতে দু'বছরের ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকতে হবে। একই সঙ্গে রাজ্য সরকারের ফার্মাসি কাউন্সিলের অধীনে ফার্মাসিস্ট হিসাবে রেজিস্টার থাকতে হবে।

মাসিক বেতন

২২ হাজার টাকা।

বয়সসীমা

প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি

প্রার্থীকে খামে ভরে বায়োডাটার এবং যোগ্যতার প্রমাণপত্র পুরসভায় জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

The Control Room at the Central Municipal Office Buildings (KMC HEAD OFFICE) at 5 SN Banerjee Road, Kolkata 700 013

আবেদনের শেষ তারিখ

২২ ডিসেম্বর ২০২৩।

You might also like!