kolkata

3 weeks ago

Suvendu Adhikari: “চখা আঁখি সবু দেখুচি..”, “লক্ষণ ভালো নয়..”, হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১৪ জুলাই : “লক্ষণ ভালো নয়...”। সোমবার এক্সবার্তায় তৃণমূল সরকারকে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার এ ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেলো। মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথ জগতের নাথ, রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনিও ভালো ভাবে নেন নি। বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ, আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা, রথের রশি জুতো দিয়ে মাড়ানো এমন সব ভুরি ভুরি অনাচার। কোনো একজনের অহং বোধ কে তুষ্ট করতেই মহাপ্রভুকে 'ব্যবহার' করা হচ্ছে, কিন্তু কথায় আছে 'চখা আঁখি সবু দেখুচি...”।

You might also like!