Country

4 days ago

Scindia chairs Sanchar Saathi: সঞ্চার সাথীর অধীনে ১.৩৬ কোটিরও বেশি ভুয়ো মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সিন্ধিয়া

Communications Minister Jyotiraditya Scindia
Communications Minister Jyotiraditya Scindia

 

নয়াদিল্লি, ৩০ জুলাই : সঞ্চার সাথী উদ্যোগের সাহায্যে ১.৩৬ কোটিরও বেশি ভুয়ো মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিন লোকসভায় এক প্রশ্নের জবাবে সিন্ধিয়া জানান, এই পোর্টালে ৩৫ লক্ষেরও বেশি মানুষ মোবাইল চুরির অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, এর মধ্যে ২১ লক্ষেরও বেশি চুরি হওয়া মোবাইল শনাক্ত করা হয়েছে এবং পাঁচ লক্ষেরও বেশি মোবাইল ফোন মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সাইবার-অপরাধ এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধের জন্য অংশীদারদের সঙ্গে টেলিকম সম্পদের অপব্যবহার সম্পর্কিত তথ্য ভাগ করে নেওয়ার জন্য ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ, সুরক্ষা সংস্থা এবং টেলিকম পরিষেবা প্রদানকারী-সহ ৬২০টি সংস্থা এই প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত।

You might also like!