kolkata

1 year ago

Suvendu Adhikari:‘সরকারি কর্মীদের কিছু হলে আগুন জ্বলবে বাংলায়’,ডিএ মঞ্চে শুভেন্দুর হুঙ্কার

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ডিএ (DA) আন্দোলনকারীদের মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সাতসকালেই শহিদ মিনারের মঞ্চে পৌঁছে যান তিনি। দীর্ঘক্ষণ সেখানে ছিলেন বিরোধী দলনেতা। যৌথ সংগ্রামী মঞ্চের তরফে এই আন্দোলন চলছে অনেকদিন ধরেই। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে নবান্ন (Nabanna) অভিযানের পরামর্শ দিলেন শুভেন্দু। এর পর হুঁশিয়ারি দিয়ে তাঁর মন্তব্য, ”এঁদের কিছু হলে আগুন জ্বলবে।” আর তাঁর এই মন্তব্যের পালটা দিয়েছে তৃণমূলও। দলের মুখপাত্র কুণাল ঘোষের জবাব, এর মধ্যে গভীর ষড়যন্ত্র আছে। আন্দোলনকারীদের উদ্দেশে শুভেন্দু বলেছেন, প্রয়োজনে ডিএ আন্দোলনকারীরা নবান্ন অভিযান ডাকলে তাঁদের সঙ্গে থাকবেন তিনি। তাঁর এও দাবি, সরকারি কর্মচারীদের পাশে পাবেন না বলেই ডিএ বন্ধ করেছে রাজ্য সরকার।

এ দিন বিরোধী দলনেতা বলেন, “এই সরকারি কর্মচারীরা দেখেছেন আবাস যোজনায় ঘর না দিয়ে তৃণমূলের নেতা নিজের গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছেন। এই সরকারি কর্মচারীরা দেখেছেন শৌচালয়ের টাকা গরিব মানুষকে না দিয়ে, হাজার হাজার টাকা তৃণমূল নেতারা নিজেদের পকেটে ঢুকিয়েছেন। এই সরকারি কর্মচারীরা দেখেছেন চুরি, এই সরকারি কর্মচারীরা দেখেছেন স্থায়ী ৬ লক্ষ পোস্ট অবলুপ্ত করছে সরকার। অস্থায়ী কর্মী নিয়োগ করছেন চার হাজার থেকে বারো হাজার।”

শুভেন্দু অভিযোগ করেছেন, তৃণমূল নেতারা বেকার ভাতার নামে কীভাবে ধাপ্পাবাজি করছেন। নিয়োগ পরীক্ষার কারতচুপি হয়েছে। তিনি বলেন, “পিএসসি-র কর্মচারীরা আমায় তথ্য দেন। এমনকী বামপন্থী কর্মচারীরা আমায় জানিয়েছেন, মিড-ডে মিলের টাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠানে কম্বল বিতরণ করেছেন।” বিরোধী দলনেতার দাবি, এই সবের জন্য মুখ্যমন্ত্রী আতঙ্কিত। এই সকল সরকারি কর্মচারীদের তিনি তাঁর পক্ষে পাবেন না আগেই বুঝে গিয়েছেন। তাই এদের ডিএ আটকে আছে। শুভেন্দু হুমকি দিয়েছেন, রাজ্য সরাকারি কর্মচারীদের যদি কিছু হয়, বাংলায় আগুন জ্বলবে। তিনি বলেন, “ভাস্করবাবুকে বলছি ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি সঙ্গে থাকব।” অপরদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, “গভীর কোনও চক্রান্তের ইঙ্গত বাংলার বুকে। কোনও একটা গণ্ডগোল করার তালে রয়েছে বিরোধীরা।”


You might also like!