kolkata

1 year ago

kolkata Police Commissioner:হাইকোর্টের নির্দেশ খেলার জিনিস ?কলকাতা পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

Calcutta High Court
Calcutta High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নির্দেশ না মানায় কলকাতা পুলিশ কমিশনারকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট।  বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ভার্চুয়ালি উপস্থিত থেকে বিচারপতির প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনারকে ।

ক্ষুব্ধ বিচারপতি মান্থা এ দিন বলেন, "আদালতের নির্দেশ কি খেলার জিনিস ? পুলিশ কি মনে করছে যে হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে ? কেন আদালত অবমাননার জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেব না ৷"

আদালত অবমাননার মামলায় শুক্রবার কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকায় তীব্র ক্ষোভপ্রকাশ করে এমনই পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ আগামী শুনানিতে নগরপালকে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

পুলিশ কমিশনারকে এই নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী পঙ্কজ কুমার দুগার । 2022 সালের 18 জুন তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন যাতে তাঁর মোবাইল সংস্থা দেয়, তার জন্য কমিশনারকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি । একইসঙ্গে ওই দিন আলিপুর পুলিশ আদালত থেকে হাজরা ক্রসিং হয়ে কালীঘাট দমকল কেন্দ্র পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদন জানান । আদালত পুলিশ কমিশনারকে যাবতীয় ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেয় এবং ওই মোবাইল সংস্থা সংক্রান্ত আবেদনের তথ্য নিয়ে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয় ।

তবে এই নির্দেশের পরেও কাজ হয়নি । পুলিশ কমিশনারের হয়ে কালীঘাট থানার ওসি রিপোর্ট দেয় আদালতকে । আদালতের বক্তব্য, "পুলিশ কোর্টের অর্ডার নিয়ে মকারি করছে । ভুলে যাবেন না হাইকোর্টের ক্ষমতা ।"

এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 22 মার্চ । ওইদিন নগরপালকে ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।


You might also like!