kolkata

1 year ago

Half Marathon organised by police: হাফ ম্যারাথনের আয়োজন কলকাতা পুলিশের, দৌড়ে সামিল তৃণমূলের অভিষেক

Half Marathon organised by police
Half Marathon organised by police

 

কলকাতা, ২১ জানুয়ারি: রবিবাসরীয় শীতের সকালে কলকাতা পুলিশের পক্ষ থেকে হাফ ম্যারাথনের আয়োজন। দৌড়ে সামিল হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করেন অভিষেক। রবিবার ভোরে রেড রোড থেকে শুরু হয় কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এছাড়াও ছিলেন টলিপাড়ার কলাকুশলীরা। ছিলেন আবির চট্টোপাধ্যায়, ইশা সাহারা।

এই ম্যারাথনে দৌড়ানোর জন্য ছিল তিনটি ক্যাটাগরি। ২১ কিলোমিটার, ১০কিলোমিটার, ৫ কিলোমিটার। যে যার ইচ্ছা মতো যে কোনও বিভাগে নাম দিয়েছেন। সকাল হতেই দেখা যায় ম্যারাথনে নাম লিখিয়ে ফেলেছেন প্রচুর প্রতিযোগী। এরই মধ্যে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল ফুরফুরে মেজাজে। রেড রোডে যোগ দেন ম্যারাথনে। নাম লিখিয়ে ফেলেন ১০ কিলোমিটার ক্যাটাগরিতে।

You might also like!