kolkata

1 year ago

Mamata Banerjee:রাজ্যে 'গণতন্ত্র বজায় রাখার' জন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমা-মাটি-মানুষ দিবসে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার পঞ্চম দফার ভোটের দিন 13 বছর আগের মুখ্যমন্ত্রীত্বের শপথের কথা স্মরণ করে মানুষ যেভাবে অংশগ্রহণ করেছেন তার জন্য অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

মমতা তাঁর পোস্টে লেখেন, ‘‘১৩ বছর আগে এই দিনে আমি প্রথম বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলাম। রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণের সেবা করার অঙ্গীকার করেছিলাম।’’ তাঁর উপর আস্থা রাখা এবং সমর্থনের জন্য ‘মা-মাটি-মানুষ’কে কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।

ভোটপ্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বার বার ২০১১ সালের ২০ মে-র কথা মনে করিয়ে দিয়েছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘২০ তারিখ দিনটা ঐতিহাসিক। ২০১১ সালের ২০ মে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথম বার বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।’’ সোমবার যাঁদের ভোট রয়েছে, তাঁদেরকে সেই কথা মাথায় রেখে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন অভিষেক।


You might also like!