kolkata

1 year ago

C V Anad Bose: রাম মন্দিরের উৎসব উপলক্ষে রাজ্য শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন রাজ্যপালের

C V Anad Bose (File picture)
C V Anad Bose (File picture)

 

কলকাতা:  ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান। যার শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই শুভক্ষণে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার রাজভবন তরফে এক বিবৃতি জারি করে একথা জানান রাজ্যপাল।

তিনি এদিন তাঁর বিবৃতিতে বলেন, ''আগামী ২২ জানুয়ারি গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। এই শুভ মুহূর্তে আমরা আমাদের জাতিসত্তার মহান ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরি। আমি আমার বাংলার ভাই-বোনদের কাছে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসবটিকে মাধুর্য ও আলোকময় করে তোলার আহ্বান জানাই।বন্ধুরা, আমি সবাইকে সহনশীল হওয়ার জন্য অনুরোধ করছি এবং ভুল তথ্যের শিকার হবেন না। আইন আপনার পক্ষে আছে। সামাজিক সংহতিকে উন্নীত করার জন্য মানুষ ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।''


You might also like!