kolkata

1 year ago

C V Anand Bose: ছাত্র বিক্ষোভের মুখে রাজ্যপাল! দেখানো হল কালো পতাকা

Protests around the governor's car  (Collected)
Protests around the governor's car (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে তাঁর গাড়ি ঢুকতেই পড়ুয়ারা তা রুখে দাঁড়িয়ে পড়ে। তাঁকে কালো পতাকা দেখিয়ে  ‘গো ব্য়াক’ স্লোগান দেওয়া হয়। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ ও ডিএসও-র বিরুদ্ধে। তাঁরাই রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। তাঁদের হাতে সংগঠনের পতাকাও ছিল।  

২৪ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু এদিন তিনি ক্যাম্পাসে ঢুকতেই পড়ুয়াদের একাংশ ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ওঠে ‘গো ব্য়াক’ স্লোগান। অভিযোগ, এই বিক্ষোভে শামিল তৃণমূল ছাত্র পরিষদ ও ডিএসও। বেশ কিছুক্ষণ আটকে থাকার পর ভিতরে ঢুকতে পারেন রাজ্যপাল। কিন্তু বিক্ষোভকারীদের দাবি ঠিক কী, তা জানা যায়নি।

You might also like!