kolkata

1 year ago

Brigade Parade: তিলোত্তমার প্রত্যেকটি জনপথ মিশছে ব্রিগেডে! জলপথে শহরে আসছেন কর্মীরা

Every street in Tilottama is mixing in the brigade! Workers are coming to the city by water
Every street in Tilottama is mixing in the brigade! Workers are coming to the city by water

 

৭ জানুয়ারি, কলকাতাঃ আজ শহরের বুকে DYFI-এর ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই লাল সজ্জায় রঞ্জিত হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। জানা যাচ্ছে, এদিন ৭টি মিছিল তিলোত্তমার বিভিন্ন রাস্তা থেকে ব্রিগেডে পৌঁছবে। শেষ হবে ৫০ দিনের ইনসাফ যাত্রা। চলবে বিজেপি-তৃণমূলকে একসঙ্গে নিশানা ডিওয়াইএফআই কর্মী ও সমর্থকদের। পদ্ম ও ঘাসফুল শিবিরকে একই বন্ধনীতে রেখে স্লোগানে আক্রমণ।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, এমনকী উত্তরবঙ্গ থেকেও ব্রিগেড ব়্যালির জন্য শহর কলকাতায় ভিড় বাম কর্মী-সমর্থকদের। জলপথেও কলকাতায় যাচ্ছেন অনেকে।

'শূন্য থেকেই আমাদের শুরু করতে হবে, জিরো থেকে হিরো হতে হবে, আমরা হারিয়ে যাই না,' মন্তব্য ব্রিগেড সমাবেশে আসা এক বাম কর্মীর।
'ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক আজ ব্রিগেড যাবেন, কিন্তু তারা সিপিএমকে ভোট দেবেন না। অর্থাৎ সিপিএম-এর কাছে তো ব্রিগেড নতুন নয়। ২১ সালেও ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে,' কটাক্ষ কুণাল ঘোষের। 
বাম যুব সংগঠনের ব্রিগেড সমাবেশের জন্য দলে দলে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকেরা।

You might also like!