৭ জানুয়ারি, কলকাতাঃ আজ শহরের বুকে DYFI-এর ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই লাল সজ্জায় রঞ্জিত হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। জানা যাচ্ছে, এদিন ৭টি মিছিল তিলোত্তমার বিভিন্ন রাস্তা থেকে ব্রিগেডে পৌঁছবে। শেষ হবে ৫০ দিনের ইনসাফ যাত্রা। চলবে বিজেপি-তৃণমূলকে একসঙ্গে নিশানা ডিওয়াইএফআই কর্মী ও সমর্থকদের। পদ্ম ও ঘাসফুল শিবিরকে একই বন্ধনীতে রেখে স্লোগানে আক্রমণ।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, এমনকী উত্তরবঙ্গ থেকেও ব্রিগেড ব়্যালির জন্য শহর কলকাতায় ভিড় বাম কর্মী-সমর্থকদের। জলপথেও কলকাতায় যাচ্ছেন অনেকে।