kolkata

1 year ago

cv ananda bose:রাজ্যপাল বোসের মুখেও ‘মোদীজির গ্যারান্টির’ কথা,‘বিজেপির লোক’ খোঁচা তৃণমূলের

cv ananda bose
cv ananda bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের পিএম সুরজ পোর্টালের সুখ্যাতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে। সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকে আর্থিক সুযোগ সুবিধার এক নতুন সোপানে পৌঁছে দেবে এই পিএম সুরজ পোর্টাল। এর মাধ্যমে খুব সহজেই কেন্দ্রীয় সরকারের থেকে ঋণ পাওয়া যাবে।সিভি আনন্দ বোসকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল তৃণমূল। তাদের কটাক্ষ, বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল। এদিন তা আরও স্পষ্ট হয়ে গেল।

মঙ্গলবার হুগলির উত্তরপাড়ায় এসেছিলেন রাজ্যপাল। উত্তরপাড়া গণভবনে পিএম সুরজ পোর্টালের ভারচুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বলেন,”আমি নেতাজি সুভাষ, বিবেকনন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব। মহান প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব।” এর পরই তিনি বলেন, “পিএম সুরজ পোর্টাল হল মোদি জি কি গ্যারান্টি।” তাঁর মুখে ‘রাজনৈতিক’ স্লোগান ঘিরে জলঘোলা শুরু হয়েছে।

রাজ্যপালকে কটাক্ষ করে হুগলি জেলার তৃণমূলের জেলা সম্পাদক আচ্ছেলাল যাদব অরিন্দম গুঁইন বলেন,”উনি বিজেপির হয়ে কাজ করছেন। তাই এসব বলছেন। মোদিজির গ্যারান্টি যদি সত্যি হত, তবে এতদিন সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে এসে যেত।”


You might also like!