kolkata

1 year ago

Election Commission: প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষ হলেই নির্বাচন ঘোষণা! দ্রুত রাজ্যে আসবে কমিশনের পর্যবেক্ষক

Election announcement after the Prime Minister's program!
Election announcement after the Prime Minister's program!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি কর্মসূচি শেষ হচ্ছে আগামী ১৯ মার্চ। তার পরই লোকসভা ভোট ঘোষণা হবে বলে খবর। কমিশন সূত্রে জানা যাচ্ছে, ১৩ তারিখ রাতেই বা ১৪ তারিখ দুই নির্বাচন কমিশনারের শূন্য পদে নিয়োগ করার নাম বাছাই করতে বৈঠক করবেন মোদি। ১৪ তারিখের মধ্যেই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।  কিন্তু ভোট ঘোষণা ২০ মার্চের আগে সম্ভবত হবে না। কারণ, ১৯ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর কেরল-সহ দক্ষিণ ভারত সফর রয়েছে। তাতে একাধিক সরকারি অনুষ্ঠানও রয়েছে। 

জানা গিয়েছে, আসন্ন লোকসভা ভোটের নজরদারির জন্য প্রায় ৯০০ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। কমিশন  সূত্রে খবর, এই ভোটে দেশজুড়ে কাজ করবেন প্রায় ৪৫০ জন পুলিশ পর্যবেক্ষক। এছাড়া থাকছেন ৮০০ জন অতিরিক্ত পর্যবেক্ষক। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই এরাজ্যে পৌঁছে যাবেন ভোট পর্যবেক্ষকরা। কলকাতায় পা রেখেই নিজস্ব লোকসভা কেন্দ্রে চলে যাবেন তাঁরা। এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন।

এবার রাজ্যে মোট ১২৮ জন পর্যবেক্ষক নিযোগ করা হচ্ছে। লোকসভা ভোটে। যাঁদের মধ্যে ২ জন বিশেষ পর্যবেক্ষক। এবার লোকসভা ভোটে বাংলায় বাড়তি সতর্কতা হিসাবে বিপুল সংখ‌্যক কেন্দ্রীয় আধা সামরিক সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক ও আর্থিক বিষয়ে নজরদারির জন‌্য নিযুক্ত পর্যবেক্ষক-সহ কেন্দ্রপিছু তিনজন করে পর্যবেক্ষক নিয়োগ করছে নির্বাচন কমিশন। এছাড়াও থাকছেন দু’জন বিশেষ পর্যবেক্ষক।

১৫ বা ১৬ তারিখ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই তাঁরা রাজ্যে ঢুকে পড়বেন। কেন্দ্রীয় বাহিনীর প্রায় আড়াইশো কোম্পানি জওয়ান ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছেন। ভোট ঘোষণা হলে আরও বাহিনী আসবে।

You might also like!