kolkata

1 year ago

Ed Raid in kolkata :নিয়োগ দুর্নীতির তদন্তে ফের তৎপর ইডি, কলকাতার একাধিক ঠিকানায় চলছে তল্লাশি

Ed Raid  in kolkata
Ed Raid in kolkata

 

কলকাতা, ২৮ ডিসেম্বর : নিয়োগ দুর্নীতির তদন্তে আবারও তৎপর হয়ে উঠল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় বিভিন্ন ঠিকানায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার অন্তত ৯টি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে কলকাতার ডালহৌসি অঞ্চলের একটি অফিসে, বড়বাজারের একটি অফিসে এবং সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে দেখা যায় ইডি-র আধিকারিকদের। ইডির তরফে এই তল্লাশির কারণ নিয়ে প্রকাশ্যে কিছু জানা না-গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির একটি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকে শিক্ষক দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই এই অভিযান।


You might also like!