kolkata

1 year ago

Book Fair 2024 : বইমেলার জন্য বিশেষ ব্যবস্থা করছে ইস্ট-ওয়েস্ট মেট্রো! জেনে নিন কী সুবিধা পাবেন আপনি

Kolkata  Metro is making special arrangements for the book fair (File Picture)
Kolkata Metro is making special arrangements for the book fair (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বই মেলার কটা দিন প্রচুর বই প্রেমী মানুষের ভিড় হয় মেলা প্রাঙ্গণে।মেলায় আসা মানুষদের যাতে কোনও রকম অসুবিধায় পড়তে না হয় তাই স্পেশ্যাল মেট্রো সার্ভিস ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। রবিবারও মিলবে পরিষেবা।

একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে আগামী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্ট -ওয়েস্ট করিডোরে অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল। তাই সোমবার থেকে শনিবার পর্যন্ত ১০৬টি রেল চলার বদলে ১২০টি মেট্রো চালানো হবে বলে জানা গিয়েছে। ভোর ৬টা ৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা মিলবে। যেহেতু দুপুর থেকে বিকেলেই মূলত মানুষজন মেলায় আসার তোড়জোড় করেন সেই বিষয়টি চিন্তা করেই দুপুর ২টো ৫৫ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে ট্রেন।

মেট্রো রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। অপরদিকে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৩৫ মিনিটে। আবার সল্টলেক সেক্টর ফাইফ থেকে শিয়ালদহর শেষ মেট্রো ছাড়াবে রাত্রি ৯টা ৪০ মিনিটে। 

রবিবারও চলবে স্পেশ্য়াল ট্রেন। এই দিনগুলিতে দপুর ১২টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মেট্রো। তার মধ্যে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য ছাড়বে দুপুর ১২টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য ছাড়বে দুপুর ১টায়। আবার শিয়ালদহ থেকে সল্টলেকগামী শেষ মেট্রো চলবে রাত ৯টা ৩৫ মিনিটে।সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।

You might also like!