kolkata

1 year ago

DYFI Brigade Rally : ডিওয়াইএফআই-এর ব্রিগেড শূন্য! সমাবেশকে কটাক্ষ কুণাল-দিলীপের

DYFI's brigade is empty! Kunal-Dileep sarcasm the assembly
DYFI's brigade is empty! Kunal-Dileep sarcasm the assembly

 

৭ জানুয়ারি, কলকাতাঃ আজ বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ব্রিগেড ব়্যালি। ব্রিগেডমুখী হয়েছেন ডিওয়াইএফআই-এর কর্মী এবং সমর্থকেরা। লাল ধ্বজা উড়ছে ময়দানে। আর এরই মাঝে সিপিএম-এর যুব সংগঠনের এই ব্রিগেড সমাবেশকে তীব্র কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের। গত বিধানসভা নির্বাচনে শূন্য আসন নিয়ে বামেদের নিশানা।

কুণাল ঘোষ বলেন, 'ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক ব্রিগেড যাবেন, কিন্তু সিপিএমকে ভোট দেবেন না। সিপিএম-এর কাছে তো ব্রিগেড নতুন নয়। ২১ সালেও ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। অর্থাৎ ব্রিগেড দেখিয়ে, ব্রিগেডে লোক আসছে, শিয়ালদা থেকে লোক ঢুকছে, শিয়ালদা থেকে এত মানুষ এল, সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম। যাঁরা যাবেন আজ লালঝান্ডা নিয়ে, তাঁরা চক্ষুলজ্জায় তো বলতে পারবেন না, তাঁদের মধ্যে কিছু মানুষ, যাঁদের বাড়িতে কন্যাশ্রী, সবুজসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, তাঁরা চুপচাপ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, আর যাঁরা অন্ধ তৃণমূল বিরোধী তাঁরা বিজেপিকে ভোট দেবন, সিপিএম-এর খাতা তো থাকবে শূন্য। তাই কিছু লোক যাঁরা চক্ষুলজ্জায় দলকে বলতে পারবেন না, তাঁরা ব্রিগেডে যাবেন।'

সমাবেশ ঘিরে দিলীপের অভিমত, তিনি বলেন, 'এর আগেও ব্রিগেড করেছেন, বিধানসভার আগেও ব্রিগেড করেছিলেন বামপন্থীরা, ভরিয়েও দিয়েছিলেন, কিন্তু একটা আসনেও জিততে পারনি। তৃণমূল তো ব্রিগেড করেনি, বিজেপি করেছিল। ব্রিগেড করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য, বহু বছর ধরে, যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন তাঁরা। গতবারে আইএসএফকে সঙ্গে নিয়ে নিয়েছিলনে, কংগ্রসেকে সঙ্গে নিয়েছিলেন, জানি না এবারে তাদের ডেকেছেন কি না!'

You might also like!