কলকাতা, ২৫ মার্চ: সোমবার দোলের দিন একসঙ্গে প্রায় ৩০০ ট্রেন বাতিল হাওড়া, শিয়ালদহ ডিভিশনে। পূর্ব রেলের তরফে এমনটাই জানা গেছে। ব্যবসার প্রয়োজনে হোক বা জরুরি কাজ কিংবা চিকিৎসার জন্য বহু মানুষ জেলা থেকে কলকাতায় আসেন। তাদের যাতায়াতের সহজ মাধ্যম ট্রেন। দোলের দিন ৩০০ ট্রেন বাতিল হওয়ায় যাত্রী দুর্ভোগ যে চরমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এদিন শিয়ালদহ ডিভিশনে ২৩৪টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। ৬৬টি লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া শাখায়। হাওড়া-বর্ধমান মেন লাইন, হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-শেওড়াফুলি শাখা, হাওড়া-ব্যান্ডেল শাখা, হাওড়া-শ্রীরামপুর শাখা, হাওড়া-তারকেশ্বর শাখা, বর্ধমান-কাটোয়া শাখা, নৈহাটি-ব্যান্ডেল শাখা মিলিয়ে সোমবার মোট ৬৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে।