কলকাতা, ১ এপ্রিল: তীব্র ও ভ্যাপসা গরমে দুর্বিষহ পরিস্থিতি তিলোত্তমায়, কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। স্বাভাবিক জনজীবনও বিপর্যস্ত। দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম, ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রার পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, চড়বে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। ইতিমধ্যেই পুরুলিয়া, পানাগড়ের মতো এলাকায় ৩৭ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রা।