দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার দিল্লি থেকে এআইসিসির এক শীর্ষ পদাধিকারী ফোন করে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় যোগদানের জন্য আমন্ত্রণ করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে।
আলিমুদ্দিন সূত্রের খবর, এআইসিসির ওই নেতাকে সেলিম জানান রাহুলের যাত্রায় যোগ দিতে তাঁদের বিশেষ আপত্তি নেই। শর্ত একটাই, ওই যাত্রায় তৃণমূলের কোনও প্রতিনিধি থাকা চলবে না। যদি তৃণমূল কংগ্রেস না থাকে, তবে যাত্রায় যোগ দিতে তাঁদের আপত্তি নেই। তবে তৃণমূল কংগ্রসের কোনও প্রতিনিধি ওই যাত্রায় থাকলে তাঁদের পক্ষে তাতে সামিল হওয়া সম্ভব নয়। যদিও, রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় যে তাঁদের পূর্ণ সমর্থন আছে, সেকথা এদিন এআইসিসি নেতৃত্বকে জানিয়ে দেন মহম্মদ সেলিম।
আগামী ২৫ জানুয়ারি রাজ্যে প্রবেশ করবে রাহুলের ন্যায় যাত্রা। ২৫ জানুয়ারি ফালাকাটায় পৌঁছবে। সেখানে ২৬ ও ২৭ জানুয়ারি রাতে থাকবেন রাহুল। ২৮ জানুয়ারি ফালাকাটা থেকে যাত্রা শুরু হবে। পরের দিন, ২৯ জানুয়ারি চোপড়া থেকে যাত্রা শুরু। বিহারের কিষাণগঞ্জ হয়ে মালদহে শেষ হবে রাহুলের পদযাত্রা। বিহার থেকে পরে আবার বাংলায় প্রবেশ করবেন রাহুল।
কংগ্রেস সূত্রের খবর, তৃণমূলকেও ওই যাত্রায় আমন্ত্রণ জানানো হবে। তবে, রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। যদি রাহুল গান্ধী বাংলায় প্রবেশ করার আগে আসনরফা নিশ্চিত না হয়, তাহলে সমীকরণ বদলে যেতে পারে। সেক্ষেত্রে বামেদের সঙ্গে আলোচনা শুরু করতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে তৃণমূল আদৌ ওই যাত্রায় যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।