কলকাতা, ২৫ মার্চ : সোমবার দোলের দিনই বাংলার বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মালদহ ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।