দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুটা ঘটল কিছুটা গরমের মধ্যে দিয়েই। উত্তরে হাওয়া আটকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আর এই কারনেই প্রকৃতপক্ষে ডিসেম্বরের স্বাভাবিক তাপমাত্রা গায়েব। তবে এবার নতুন সমস্যার সৃষ্টি করতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, নতুন বছরের শুরুতেই রাজ্যে পদার্পণ করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে ফের একবার ভিজতে পারে বাংলা।
একই ছবি কলকাতাতেও। বছর শুরুতে শীত গায়েব মহানগরী থেকেও। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী চার পাঁচদিন কলকাতার আবহাওয়াতেও বিশেষ পরিবর্তন আসবেনা। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ২৫ ডিগ্রিতে। সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে লেপটে থাকবে কুয়াশার চাদর।