kolkata

1 year ago

Lok Sabha Election 2024:'তৃণমূল যে ভাষা বোঝে, সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে',সুর চড়ালেন লকেট, রচনাকে আহ্বান বিজেপিতে

Lockett raised the tone before the voting started
Lockett raised the tone before the voting started

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সকাল সকাল ময়দানে নেমে পড়েন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর সকাল থেকেই তিনি রণংদেহী সুরে হুঁশিয়ারি দিয়ে রাখেন তৃণমূলকে। তাঁর সাফ কথা, বিজেপির পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে সেভাবেই পালটা 'জবাব' দেওয়া হবে। প্রসঙ্গত, হুগলি লোকসভা কেন্দ্রে এবার দুই তারকার লড়াই। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ভোট ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়কে নামিয়েছে তৃণমূল। এই আবহে লকেটের বক্তব্য, তারকা ফ্যাক্টরটা হুগলিতে বিষয় নয়। বুথের বাইরে এক তৃণমূল কর্মীকে ধমকাতেও দেখা গেল বিজেপি প্রার্থীকে ৷ এরই পাশাপাশি তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারিও দিলেন বিজেপি প্রার্থী ৷

এদিন লকেট বলেন, "সবকিছু ঠিকঠাকই আপাতত চলছে ৷ দুই-তিন জায়গায় হুমকি দেওয়া হয়েছে আমাদের এজেন্টদের ৷ কিছু জায়গায় ইভিএম মেশিন কাজ করছে না কিন্তু কাজ চলছে। আমি এখানে ধনিয়াখালীতে আছি, এখানে পরিস্থিতি ভালোই ৷" বিজেপি প্রার্থীর দাবি, "মূলত দুর্নীতির বিরুদ্ধে ভোট হচ্ছে ৷ আমরা আশা করি নির্বাচন কমিশন এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে ৷"

এখানেই শেষ নয়, তৃণমূলের বিরুদ্ধে হুংশিয়ারির সুরও শোনা গিয়েছে লকেটের গলায় ৷ তিনি বলেন, "আমাদের পোলিং এজেন্টের গায়ে হাত লাগলে উত্তর সেই মতো দেওয়া হবে ৷ এখানে কোনও খোলা হবে না ৷ এখানে কোনও তৃণমূল নেই, তৃণমূল ঘরে ঢুকে গিয়েছে ৷ তৃণমূূল যে ভাষায় বুঝবে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে ৷ টাকা নিয়ে রাতে আইপ্যাকের টিম ঢুকেছে ৷ ওদের কিছু বলার নেই তাই টাকা বিলি করছে ৷"

এদিন ধনিয়াখালিতে সিতি পলাশি প্রাথমিক বিদ্যালয় বুথ নাম্বার 117 নম্বর বুথে লকেট চট্টোপাধ্যায় এক মহিলা ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ করেন ৷ এই সময় এক মহিলাকে আটকেছেন বলেও দাবি করেছেন লকেট ৷ এরপর তাঁকে বুথ থেকে বের করে দেন বিজেপি প্রার্থী ৷ অন্যদিকে, আরও এক বুথের ভিতর থেকে রাজ্য পুলিশের এক মহিলা কর্মীকে বের করে দিতে দেখা যায় লকেটকে ৷


You might also like!