Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

kolkata

11 months ago

Howrah: ডিভিসির ছাড়া জলে প্লাবিত আমতার দ্বীপাঞ্চল ভাটোরা, পূর্ণিমার কোটালে খারাপ পরিস্থিতির শঙ্কা!

Amtar island flooded with water without DVC Vatora
Amtar island flooded with water without DVC Vatora

 

আমতা, ১৭ সেপ্টেম্বর : ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়ে গেল হাওড়ার আমতা বিধানসভার দ্বীপাঞ্চল ভাটোরা। ইতিমধ্যেই দ্বীপাঞ্চলের উত্তর ভাটোরার রাস্তাঘাট-নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মাথায় হাত সাধারণ মানুষের। তবে ডিভিসি যেভাবে জল ছাড়ছে এবং পূর্ণিমার কোটালের জেরে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, ‘প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক করা হয়েছে। দ্বীপাঞ্চলের পঞ্চায়েতগুলিতে পর্যাপ্ত পরিমাণে ত্রিপল ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। সিভিল ডিফেন্সের টিম পৌঁছেছে। এনডিআরএফকে খবর দেওয়া হয়েছে। দ্বীপাঞ্চলের প্রসূতি মায়েদের মূল ভূখণ্ডে নিয়ে আসা হচ্ছে। ওই এলাকার নদীতে নৌকা চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।"

You might also like!