kolkata

1 year ago

Amit Shah at Jorasankor Gurdwara: সকাল সকাল জোড়াসাঁকোর গুরুদ্বারে অমিত শাহ, দুপুরে নিউটাউনে দলীয় বৈঠক

Amit Shah at Jorasankor Gurdwara (Collected)
Amit Shah at Jorasankor Gurdwara (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচন।তবে বঙ্গ বিজেপি এই মুহুর্তে দাড়িয়ে বেশ টানা পোড়েনের মধ্যে রয়েছে।  প্রথমত বঙ্গ বিজেপির অন্দরে আদি-নব্য কোন্দল দ্বিতীয়ত, রাজ‌্যনেতাদের ব‌্যর্থতা। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির হাল ফেরাতে মঙ্গলবার কলকাতায় দু’দফায় সাংগঠনিক বৈঠক করে বঙ্গ নেতাদের কড়া বার্তা দিতে চলেছেন ক্ষুব্ধ শাহ। শাহর সঙ্গে এই ঝটিকা সফরে থাকছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও  সোমবার মধ‌্যরাতের পর শাহ পৌঁছন শহরে। তাৎপর্যপূর্ণভাবে শাহর সফরসঙ্গী হিসাবে বিজেপির তরফে শুধু সুকান্ত মজুমদারের নাম জানানো হয়। বিবৃতিতে শুভেন্দু অধিকারীর নাম নেই। কলকাতায় এসে জোড়াসাঁকোর গুরুদ্বারে গেলেন শাহ। সেখানে শাহর সঙ্গী শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল। এর পর কালীঘাটে পুজো দিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

একুশের নির্বাচনে স্বপ্নভঙ্গ হওয়ার পর থেকেই বাংলায় দলের গ্রাফ ক্রমশ নামছে। বুথে সংগঠন নেই। আদি—নব‌্য দ্বন্দ্ব প্রকট আকার নিয়েছে। এই পরিস্থিতিতে একুশের বিধানসভা ভোটের পর একের পর এক নির্বাচন ও উপনির্বাচনে পরাজয় হয়েছে। বিভিন্ন সময়ে বাংলায় দলের অবস্থা নিয়ে দিল্লির নেতাদের কার্যত ভুল রিপোর্ট দিয়েছেন শুভেন্দু-সুকান্তরা। বঙ্গ নেতাদের ব‌্যর্থতা ও অযোগ‌্যতা বারেবারে সামনে এসেছে। দলের মধ্যে বড় অংশ এটা নিয়ে সরবও। অস্বস্তি বাড়িয়েছেন দলের কেন্দ্রীয় সম্পাদক নাড্ডা-ঘনিষ্ঠ অনুপম হাজরা। রাজ‌্যনেতাদের পাঠানো তথ্যে আর বিশ্বাস করতে চাইছেন না শাহ-নাড্ডারা। কারণ, বাংলায় ভোটের ময়দানে সুকান্ত-শুভেন্দুদের কোনও তথ‌্যই মেলেনি। উল্টে দলের কঙ্কালসার অবস্থাটা বারবার সামনে এসেছে।

লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির সমস্ত রিপোর্টই জমা পড়েছে অমিত শাহর কাছে। বাংলায় দাঁড়িয়ে লোকসভায় ৩৫ আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন তিনি। কিন্তু দলীয় সমীক্ষা এবং মুম্বইয়ের একটি পেশাদার সংস্থার সমীক্ষা রিপোর্ট, এইমুহূর্তে লোকসভা ভোট হলে ৫টি আসনও নিশ্চিত নয়। রাজ‌্যনেতাদের ব‌্যর্থতা নিয়ে একাধিক অভিযোগের পাশাপাশি তাদের পারফরম‌্যান্সে ক্ষুব্ধ শাহ তাই এক মাসের মধে‌্যই কলকাতায় এসে আজ বৈঠক করছেন। রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের উপর কার্যত আস্থা হারিয়েই দলের সর্বভারতীয় সভাপতিকে নিয়ে এই প্রথম একসঙ্গে রাজ‌্য বিজেপির শীর্ষনেতাদের কড়া দাওয়াই দিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্রের খবর, রাজ‌্যনেতাদের ভুলভাল রিপোর্টিংয়ে বাংলায় লোকসভা ভোটের অঙ্ক কার্যত গুলিয়ে যাচ্ছে শাহ—নাড্ডাদের। আদি বিজেপির একাংশ মনে করছে, আজকের বৈঠকে রাজ‌্য বিজেপির শীর্ষ নেতাদের পারফরম‌্যান্স নিয়ে বিরক্তি ও ক্ষোভ উগরে দিতে পারেন শাহ—নাড্ডা দু’জনেই। পাশাপাশি গত মাসেই ভিক্টোরিয়া হাউসের সামনে তাঁর জনসভায় জনসমাগম ‘ফ্লপ’ হওয়াতেও যথেষ্ট ক্ষুব্ধ অমিত শাহ। তাই বছর শেষে রাজ্যে কোনও প্রকাশ‌্য সমাবেশে অনুমতি দেননি। ইন্ডোর বৈঠকই করতে চেয়েছেন শাহ। সোমবার মাঝরাতে প্রায় আধঘণ্টার ব‌্যবধানে প্রথমে শাহ ও পরে নাড্ডা শহরে পা রেখেছেন। আজ, মঙ্গলবার সকালে প্রথমেই তাঁরা দু’জনে যাবেন মহাত্মা গান্ধী রোডে গুরুদ্বার এবং পরে কালীঘাট মন্দিরে। এরপর দুপুরে দলের কোর কমিটির সঙ্গে ঘণ্টা তিনেকের বৈঠক নিউটাউনের হোটেলে।

You might also like!