দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বনগাঁয় শঙ্ক আঢ্যের বাড়ির এলাকায় গেল সিবিআই। বিশাল কেন্দ্রীয় বাহিনী, ফরেন্সিক দল নিয়ে সিবিআইয়ের আধিকারিকেরা সোমবার সকালে বনগাঁয় পৌঁছেছেন। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত শঙ্করের বাড়িতে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করতে গিয়েছে সিবিআই।
রেশন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করার সময়ে ইডির আধিকারিকদের ওপর হামলা হয়। অভিযোগ, শঙ্কর আঢ্যর অনুগামীরা ইডি আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং তাঁদের ওপর হামলা চালায় বলে দাবি। সেই ঘটনার তদন্তেই গত বৃহস্পতিবার বনগাঁ গেছিল সিবিআই। চারদিনের মধ্যে ফের সেখান তদন্তের কারণে গেল তাঁরা। পাশাপাশি বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও গেছেন তাঁরা। তাঁকেও ইডির উপর হামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ঠিক কী ঘটেছিল ৫ তারিখ? সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে পেতে চাইছে সিবিআই। সোমবার তাঁদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে গেছে ফরেন্সিক টিম এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শঙ্করের বাড়ি ঘিরে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার প্রথমে সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই পাড়ায় শাহজাহান ও তার আত্মীয়দের একাধিক বাড়ি রয়েছে। কোন বাড়িতে শাহজাহান থাকতেন, সেই খোঁজখবর নেন তাঁরা। শাহজাহানের বাড়ির একাধিক ছবিও তোলেন।
সোমবারই আবার সন্দেশখালি কাণ্ডে জিয়াউদ্দিন মোল্লা-সহ তিনজনকে ডেকে পাঠিয়েছে সিবিআই। তাঁদের নিজাম প্যালেসে দেখা করতে বলা হয়েছে। শাহজাহানের ডান হাত হিসেবেই পরিচিত জিয়াউদ্দিন মোল্লা। ইডি আধিকারিকদের উপর হামলার সময় তাঁর উপস্থিতি আগেই নজরে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির।