kolkata

3 months ago

Abhishek Banerjee on Kolkata Fire: বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ৩০ এপ্রিল : কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলাও আছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সমাজমাধ্যমে অভিষেক লেখেন, মেছুয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য প্রশাসন বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবকদের সাথে মিলে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এই কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সংহতি প্রকাশ করছি।


You might also like!