পূর্ব মেদিনীপুরে : উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন, দ্বন্দ্ব মিটিয়ে নির্বাচনে এক হয়ে লড়াই করার জন্য। এবার সেই সুর এই সুর মেলালেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। কোলাঘাটের দেরিয়াচক বাজারে প্রচারের মাঝে কর্মীদের প্রতি বার্তা দেন নিজেদের মধ্যে দূরত্ব না রেখে কাজ শুরু করে দিন। যারা অভিমান করে দূরে সরে আছেন তারাও দূরে না থেকে এবার নির্বাচনের জন্য একসাথে কাজ শুরু করুন।