kolkata

1 year ago

Fire Breaks Out: ঝুপড়িতে আগুন লাগল ঢাকুরিয়ায় রেললাইনের ধারে! ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার

A fire broke out in the shack along the railway line in Dhakuria!
A fire broke out in the shack along the railway line in Dhakuria!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঢাকুরিয়ায় রেললাইনের ধারে ঝুপড়িতে আগুন। পুড়ে ছাই অন্তত ১৫টি ঘর। তার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন। এখন আগুন নিয়ন্ত্রণে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা ১০ মিনিট নাগাদ ঢাকুরিয়া রেল গেটের কাছে ঝুপড়িতে আগুন লাগে। স্থানীয়েরা দাবি করেছেন, আগুন লাগার পর বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। কিন্তু লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।

আগুন লাগার কারণে বিঘ্নিত ট্রেন পরিষেবা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল এখন বন্ধ। ট্রেন লাইনে বহু মানুষ জড়ো হয়েছেন বলে ট্রেন চালানো যাচ্ছে না। দুপুর দেড়টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। তাদের রেল লাইন থেকে জলের পাইপ, ট্যাঙ্কার সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কৌশিক জানিয়েছেন, তা হয়ে গেলেই চালু করা হবে ট্রেন। ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

You might also like!