West Bengal

6 days ago

Heavy Landslide on National Highway: ফুঁসছে তিস্তা, ১০ নম্বর জাতীয় সড়কে ধসে অবরুদ্ধ রাস্তা

Heavy Landslide on National Highway 10
Heavy Landslide on National Highway 10

 

শিলিগুড়ি, ২৯ জুলাই : সিকিম পাহাড়ে সারারাতের প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা নদী। অনেকটাই বেড়েছে জলস্তর। ১০ নম্বর জাতীয় সড়ক ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও হাঁটু সমান, কোথাও আবার তার চাইতে বেশি জল বইছে জাতীয় সড়ক দিয়ে। যার জেরে সোমবার রাত থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কে ফের কখন যান চলাচল স্বাভাবিক হবে, তা অনিশ্চিত। দুর্যোগের জেরে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তাদের অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। শিলিগুড়ি-সিকিম এবং কালিম্পং-শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ চালু রয়েছে লাভা-আলগাড়া-গরুবাথান রুটে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। পূর্বাভাস মেনে এদিন ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা।

You might also like!