Country

5 days ago

Bengal rural crime:চাঁচলে বাঁশবাগান থেকে উদ্ধার তরুণের গলাকাটা দেহ, তদন্তে পুলিশ

West Bengal murder investigation
West Bengal murder investigation

 

মালদা, ৩০ জুলাই : মালদা জেলার চাঁচলে বাঁশবাগান থেকে উদ্ধার তরুণের গলাকাটা দেহ। চাঁচল-২ ব্লকের গোরখপুরের দক্ষিণপাড়ার ঘটনা। মৃতের নাম নাহারুল হক (২৮)। বুধবার সকালে ঘটনাকে ঘিরে হইচই পড়ে যায় এলাকায়। চাঁচল থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাকরি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নাহারুলের বিয়ে ঠিক হয়েছিল চাঁচল-১ ব্লকের মকদমপুরে। বিয়ে ছিল ২৫ জুলাই। কিন্তু তার আগে থেকে নিখোঁজ তিনি। তাঁর মোবাইল ফোন বাড়িতেই ছিল। ফোনের কল লিস্ট যাচাই করে প্রতিবেশী এক মহিলার ফোন নম্বর পেয়েছেন পরিবারের লোকজন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অত্যন্ত নৃশংসভাবে ওই তরুণকে খুন করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। পরিবারের লোকেদের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে তাঁদের ছেলেকে দুষ্কৃতী দিয়ে খুন করিয়ে থাকতে পারে প্রতিবেশী ওই মহিলা। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে।

You might also like!