Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Health

1 year ago

JN.1 : কোভিড থেকে বাঁচতে খাদ্যতালিকায় দিন বিশেষ নজর, এই পাঁচ খাবার শীতের মরশুমে বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা

Pay special attention to the diet to avoid covid
Pay special attention to the diet to avoid covid

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের বাড়ছে করোনার প্রকোপ। প্রতিদিনই খবরে আসছে নতুন আক্রান্তের কথা। এক সময় করোনা প্রাণ কেড়েছিল বহু মানুষের। তেমনই প্রভাব ফেলেছিল জনজীবনে। এবার দেখা দিচ্ছে JN.1 কোভিড। এটি এই ভাইরাসের নতুন এক ভ্যারিয়েন্ট। এই রোগ থেকে বাঁচতে চাইলে প্রস্তুতি নিন এখন থেকে। সুস্থ থাকতে খাদ্যতালিকায় দিন বিশেষ নজর, এই পাঁচ খাবার শীতের মরশুমে বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা।

স্যুপ

নিয়ম করে ভেজিটেবল স্যুপ খান। শীতের মরশুমে নানান রকম সবজি পাওয়া যায়। এই সকল উপকারী সবজি দিয়ে স্যুপ তৈরি করে প্রতিদিন ১ বাটি করে খেলে মিলবে উপকার। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হবে। এই স্যুপে অবশ্যই রাখুন গাজর, বীট থেকে শুরু করে যে কোনও উপকারী সবজি।

মশালা দুধ

রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে বিশেষ দুধ তৈরি করুন। দুধের সঙ্গে লবঙ্গ, দারুচিনি ও সামান্য আদা গুঁড়ো দিয়ে একটি সরবত তৈরি করুন। যা স্বাস্থ্যের উন্নতি ঘটাবে।

শাক

নিয়ম করে খেতে হবে শাক। শাকে ভিটামিন, ফাইবার, প্রোটিন থেকে বিভিন্ন মিনারেল আছে। যাব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। তেমনই স্বাস্থ্যজটিলতা দূর করে। সঙ্গে শরীরের সকল ঘাটতি পূরণ করে থাকে। তাই নিয়ম করে শাক খান।

পানীয়

এই সময় কাশি, গলা ব্যথা, সর্দির মতো সমস্য লেগেই থাকে। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত বিশেষ পানীয় তৈরি করে খান। এটি এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। লিকার চায়ের সঙ্গে দারুচিনি, লবঙ্গের মতো উপাদান মিশিয়ে নিন। দিতে হবে তেজপাতা। ফুটে গেলে তা ঠান্ডা করে পান করতে পারেন।


You might also like!