Game

4 months ago

KL Rahul,IPL 2025: আইপিএলে ওয়ার্নারকে ছাড়িয়ে ৫ হাজারে দ্রুততম রাহুল

KL Rahul
KL Rahul

 

কলকাতা, ২৩ এপ্রিল : চলতি আইপিএলে লোকেশ রাহুল আরেকটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গড়েছেন একটি রেকর্ড। আইপিএলে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড এখন রাহুলের। তিনি ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের রেকর্ড। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে খেলতে নামার আগে এই মাইলফলক থেকে ৫১ রান দূরে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের রাহুল। তিনি খেলেন ৪২ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস। আইপিএলে ১৩০ ইনিংসে রাহুলের রান এখন ৫০০৬ রান। ৫ হাজার রানে পৌঁছাতে ওয়ার্নারের লেগেছিল ১৩৫ ইনিংস। তার চেয়ে ৫ ইনিংস কম খেলেই রেকর্ডটি নিজের করে নিলেন লোকেশ রাহুল। এই তালিকায় পরের ৩ টি স্থানে আছেন যথাক্রমে বিরাট কোহলি (১৫৭ ইনিংস), এবি ডি ভিলিয়ার্স (১৬১ ইনিংস) ও শিখর ধাওয়ান (১৬৮ ইনিংস)।

You might also like!