প্যারিস, ৫ আগস্ট : শেষ পর্যন্ত অভিজ্ঞতারই জয় হল। কার্লোস আলকারাজকে হতাশায় ডুবিয়ে অলিম্পিকে সোনা জয় করলেন নোভাক জোকোভিচ। সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক তার হীরকখচিত কেরিয়ারে এতদিন অলিম্পিকের সোনার পদকটাই গলায় জড়াতে পারেননি।সোমবার তা তিনি করলেন। তারুণ্যের বিপক্ষে অভিজ্ঞতা জয় হল। রবিবার রোলাঁ গাঁরোর লাল দূর্গে পুরুষ এককের ফাইনালে স্প্যানিয়ার্ড অলকারাজকে সরাসরি ২-০ সেটে (৭-৬, ৭-৬ গেমে) হারিয়ে দেশকে সোনালি সাফল্য উপহার দিলেন সাঁইত্রিশের জোকোভিচ।