দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর বর্ধমান সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ। সাসপেন্ড করা হয়েছে বর্ধমানের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে এবং তাঁকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অভিযোগ, সফরের আগের দিন সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গে তিনি অশোভন আচরণ করেন। সেই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দুরন্তবার্তা ডিজিটাল, তবুও তার ভিত্তিতেই পদক্ষেপ নেয় জেলা পুলিশ। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই এএসআইকে চিহ্নিত করে মঙ্গলবার সকালেই সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সভাস্থল বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে যান পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার সায়ক দাস-সহ একাধিক আধিকারিক। সেসময় সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। অভিযোগ, সেখানে ছবি তুলতে যাওয়া এক চিত্রসাংবাদিককে হাত ধরে টেনে মাঠ থেকে বের করে দেন এএসআই দেবাশিস কুমার দে। যদিও ভিডিওটির সত্যতা দুরন্তবার্তা ডিজিটাল স্বতন্ত্রভাবে যাচাই করেনি, তবে তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তুমুল সমালোচনার ঝড় ওঠে সাংবাদিক মহল ও নেটিজেনদের মধ্যে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগে মঙ্গলবার সকালে জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। বিতর্ক এড়াতে দেবাশিস কুমার দে-কে সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই পুলিশের কর্তব্য এবং জনসংযোগের ধরন নিয়ে নানা বার্তা দেন। রক্ষাকর্তা হিসেবে যাতে জনতার সঙ্গে কোনওরকম দুর্ব্যবহার না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উর্দিধারীরা, বিভিন্ন জনসভায় তিনি সেকথা উল্লেখ করেন। তারপরও তাঁর সফর নিয়ে খবরাখবর করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে এএসআইয়ের এমন অভব্য আচরণ দেখেই কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ।