Game

3 weeks ago

Joe Root: তৃতীয় টেস্ট, ৩৭তম সেঞ্চুরির দিনে ক্যাচের বিশ্বরেকর্ডও গড়লেন জো রুট

Root entered top five for most Test centuries with 37th
Root entered top five for most Test centuries with 37th

 

কলকাতা, ১২ জুলাই  : লর্ডসে জো রুটকে অভিনন্দন জানালেন সতীর্থরা। কারণ ‎‎লর্ডসের ঐতিহাসিক মাঠে শুক্রবার একদিনে দুই বিরল কীর্তির সাক্ষী হয়েছেন জো রুট। এক ভারতের বিপক্ষে ৩৭তম টেস্ট সেঞ্চুরির করার পাশাপাশি গড়েছেন আরেকটি অনন্য রেকর্ড—টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া নন-উইকেটকিপার হয়েছেন তিনি। ‎ভারতের ইনিংসে করুন নায়ারের ক্যাচটি ছিল রুটের ২১১তম টেস্ট ক্যাচ, যার মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ভারতের প্রাক্তন ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড়কে, যার ক্যাচ সংখ্যা ছিল ২১০। উইকেটরক্ষকদের বাদ দিলে ক্যাচ নেওয়ায় সবচেয়ে এগিয়ে ছিলেন দ্রাবিড়, যার বেশিরভাগ ক্যাচই এসেছে স্লিপে। রুটও ঠিক সেই পথেই হেঁটে ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ‎দ্রাবিড় ২১০ ক্যাচ নিয়েছিলেন ১৬৪ টেস্টে। রুট তাঁকে ছাড়িয়ে গেলেন ১৫৭ টেস্টেই।

You might also like!