Game

2 weeks ago

Arsenal complete world-record: মহিলা ফুটবলের দলবদলে ট্রান্সফার ফি-র নতুন রেকর্ড আর্সেনালের

Olivia Smith
Olivia Smith

 

লন্ডন, ১৮ জুলাই : মহিলা ফুটবলের দলবদলে ট্রান্সফার ফির ‘নতুন রেকর্ড’ গড়ল আর্সেনাল। লিভারপুল থেকে অলিভিয়া স্মিথকে দলে টেনেছে তারা। এই কানাডিয়ান ফরোয়ার্ডকে কিনতে ১০ লাখ পাউন্ড খরচ হয়েছে আর্সেনালের। আর তাতে মহিলা ফুটবলে এখন সবচেয়ে দামি ফুটবলার হয়ে গেলেন স্মিথ। এই প্রথম কোনও মহিলা ফুটবলারের জন্য এত অঙ্কের ট্রান্সফার ফি গুণতে হল কোনও ক্লাবকে। আগের রেকর্ডটি ছিল ন্যাওমি গর্মার, গত জানুয়ারিতে স্যান ডিয়েগো ওয়েভ থেকে ৯ লাখ পাউন্ডে যুক্তরাষ্ট্রের এই ডিফেন্ডারকে দলে নিয়েছিল চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে গেল গত মরসুমে ৯ গোল করে লিভারপুলের মরসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। আর আর্সেনাল গত উইমেন’স সুপার লিগে রানার্সআপ হয় এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সিলোনাকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট পরে।


You might also like!