Festival and celebrations

2 years ago

সামনেই আলোর উৎসব। জোর কদমে চলছে প্রদীপ তৈরির কাজ। North 24 parganas

সামনেই আলোর উৎসব। জোর কদমে চলছে প্রদীপ তৈরির কাজ
সামনেই আলোর উৎসব। জোর কদমে চলছে প্রদীপ তৈরির কাজ

 

উত্তর ২৪ পরগনামাটির প্রদীপে মেতে উঠবে আপমর বাঙালি প্রদীপ তৈরি করতে চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ কাঁঠাল বেরিয়া গ্রামে ।বাঙালির বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা শেষ হয়েছে মাত্র আর কিছুদিন আগেই মাত্র আর কিছুদিনের অপেক্ষা, দীপাবলি দীপাবলি মানে প্রদীবের আলো ভরা চারিদিকে মাটির প্রদীপে সেজে উঠবে গোটা গ্রাম এই উৎসবকে কেন্দ্র করে মাটির প্রদীপ বানাতে সুন্দরবনের তরে তরে সাজানো রয়েছে কোথাও আধুনিক আধুনিক সময় হারিয়ে যেতে বসেছে পুরনো দিনের সেই আমে যেই বর্তমান যুগে ইলেকট্রনিক আলো সলকানিতে হালকানিতে হারিয়ে যেতে হারিয়ে যেতে বসেছে মাটির প্রদীপ কমে আসছে মাটির তৈরি প্রদীপের এর চাহিদা কম তাই আপক্ষেপের আজকে সুর শিল্পীদের হিঙ্গলগঞ্জ খাটালবাড়িয়া শিল্পী গৌবুর পাল ৭০ বছর বয়স এখনো কাজ করছে।অবস্থা খুব খারাপ। সুন্দরবনের ওমর শিল্পীদের চিত্র সুন্দরবন থেকে প্রতিনিধি সুকান্ত দাস

You might also like!