লখনউ, ১৩ অক্টোবর : করওয়া চৌথের ব্রত পালন করবেন উত্তরপ্রদেশের জেলবন্দি মহিলারা । জেলে বন্দিদের এই ব্রত পালনের অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার ৷ এবছর করওয়া চৌথের ব্রত পালন করছেন উত্তরপ্রদেশের লখনউ জেলে থাকা ৫০ জন মহিলা বন্দি ৷ সেই কারণে বিবাহিত মহিলারা বৃহস্পতিবার উপবাস করছেন ৷ তাছাড়া পরে তাঁরা সমস্ত রীতিও পালন করবেন ৷ লখনউ জেল ছাড়া গোরক্ষপুর জেলের ১২ জন বন্দিও এদিন করওয়া চৌথের ব্রত পালন করছেন ৷
জেলবন্দিদের করওয়া চৌথের ব্রত পালন নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় উত্তরপ্রদেশের কারামন্ত্রী ধরমবীর প্রজাপতির তরফেও ৷ লখনউ জেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ৫০ জনের মধ্যে ১০ জন এমন বন্দি রয়েছেন, যাঁরা এই প্রথমবার করওয়া চৌথ-এর ব্রত পালন করছেন ৷ লখনউ জেলের সুপার আশিস তিওয়ারি জানিয়েছেন, এই মহিলা বন্দিরা পুরো রীতিই পালন করবেন নজরদারিতে ৷ পুজো শেষ হলেই তাদের ব্যারাক বন্ধ করে দেওয়া হবে ৷ ওই বন্দিদের মধ্যে অন্তত ছ’জনের স্বামীও একই জেলে বন্দি ৷ তাদেরও সেখানে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে ৷ এছাড়া পরিবারের সদস্যদের বাইরে থেকে পুজোর সামগ্রী দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে তাৎপর্যপূর্ণ হল, ওই বন্দিদের মধ্যে দু’জন স্বামীকে খুনে অভিযুক্ত ৷ তাঁরাও এদিন ব্রত পালন করছেন ৷ এছাড়া রয়েছেন এক মুসলিম বন্দি ৷ তিনি প্রেমিকের সাহায্যে দাদাকে খুনে অভিযুক্ত ৷ তিনিও এদিন উপবাস করছেন বলে জানা গিয়েছে ৷