Festival and celebrations

2 years ago

Prime Minister: সেজে উঠেছে অযোধ্যা, দীপোৎসবের সূচনা করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi At Ayodhya
Narendra Modi At Ayodhya

 

অযোধ্যা, ২৩ অক্টোবর  : আলোর উৎসব দীপাবলির প্রাক্কালে আজ রবিবার অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে দীপোৎসব উদযাপনের সূচনা-সহ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থান পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ভগবান শ্রী রামলাল্লা বিরাজমানের দর্শন ও পূজা করবেন তিনি, প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যাভিষেক করবেন প্রধানমন্ত্রী। সবশেষে দীপোৎসব উদযাপনের সূচনা করবেন মোদী ও সন্ধ্যায় আরতি দর্শন করবেন। প্রধানমন্ত্রীর আগমণের প্রাক্কালে সেজে উঠেছে অযোধ্যা।

এদিন বিকেল পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রী ভগবান শ্রী রামলাল্লা বিরাজমানের দর্শন ও পূজা করবেন, এরপর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্থান পরিদর্শন করবেন। বিকেল ৫.৪৫ মিনিটে তিনি প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যাভিষেক করবেন। সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রধানমন্ত্রী আরতি প্রত্যক্ষ করবেন, যার পরে প্রধানমন্ত্রী দীপোৎসব উদযাপনের সূচনা করবেন। প্রসঙ্গত, এই বছর দীপোৎসবের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রথমবার প্রধানমন্ত্রী এই উদযাপনে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করবেন।

You might also like!