Game

19 hours ago

US Open final:ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা মুখোমুখি হবেন অ্যানিসিমোভার

US Open final
US Open final

 

নিউ ইয়র্ক, ৬ সেপ্টেম্বর :টানা তৃতীয়বারের মতো ইউএস ওপেনের মহিলা এককের ফাইনালে জায়গা করে নিয়েছেন বেলারুশিয়ান তারকা অ্যারিনা সাবালেঙ্কা।শুক্রবার নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে হারান তিনি।আর অন্য সেমিফাইনালে আমান্ডা অ্যানিসিমোভা নাওমি ওসাকাকে ৬(৪)-৭(৭), ৭(৭)-৬(৩), ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন।এবারও শিরোপা জিততে পারলে সাবালেঙ্কা সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হবেন যিনি টানা দুইবার ইউএস ওপেন জিতবেন। সেরেনা ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিলেন।

অন্যদিকে, ২৪ বছর বয়সী অ্যানিসিমোভার সামনে সুযোগ ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের। আর সাবালেঙ্কার লক্ষ্য চতুর্থ সিঙ্গেলস গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

You might also like!