কলকাতা, ৮ ফেব্রুয়ারি : ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষ্যে এখন বইপ্রেমী মানুষের গন্তব্য সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ। সপ্তাহের কাজের দিনেও বইপ্রেমীদের ভিড়ের কমতি নেই মেলা চত্বর ও স্টলগুলিতে। বড় প্রকাশনা সংস্থার পাশাপাশি ছোট প্রকাশনা সংস্থা, লিটল ম্যাগাজিনের স্টলগুলিতেও বইপ্রেমীরা বই দেখা ও কেনার জন্য ভিড় জমিয়েছেন। করোনার ভ্রুকুটি কাটিয়ে সকলেই মেতেছেন বই নিয়ে।
এবারের বইমেলার ফোকাস কান্ট্রি স্পেন। ছোট বড় মিলিয়ে সাড়ে ন’শো টির মত স্টল রয়েছে এবারের মেলায়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো, কিউবা, অস্ট্রেলিয়া, ইরান-সহ ২০টি দেশ এবার অংশ নিয়েছে। নতুন অতিথি দেশ থাইল্যান্ড। বইমেলা প্যাভেলিয়ানে সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশ-বিদেশের শিল্পীরা পসরা সাজিয়েছেন গান-বাজনার। বইমেলা চলবে আগামী রবিবার পর্যন্ত।