Country

1 month ago

Prayagraj accident: প্রয়াগরাজে অনিয়ন্ত্রিত গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু, জখম দুজন

Prayagraj accident
Prayagraj accident

 

প্রয়াগরাজ, ১৯ জুলাই : প্রয়াগরাজে শুক্রবার রাতে সিভিল লাইন হাইকোর্ট ওভারব্রিজের কাছে একটি অনিয়ন্ত্রিত গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় দুই মহিলা আহত হয়েছেন। তাদের নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘাতক গাড়ি ছেড়ে চালক পালিয়ে যায়। পুলিশ একটি মামলা দায়ের করে পলাতক গাড়ি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে আম্বেদকর চকের কাছে রাস্তার ধারে ঘুমাতে যাচ্ছিলেন কয়েকজন মহিলা। একটি অনিয়ন্ত্রিত গাড়ি মহিলাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও লোকজন গাড়িকে ধরে ফেলে। গাড়ির চালক সহ সকলেই গাড়ি ছেড়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় আহত চামেলি দেবী (৫৫), শ্রীদেবী (৬৫) এবং রাধা (৫০)- কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা চামেলি দেবীকে মৃত ঘোষণা করেন। পলাতক গাড়ি চালকের খোঁজ চলছে।

You might also like!