Odisha

2 hours ago

Odisha Exam Scam : ওড়িশায় এসআই নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, আটক ১১৭ জন

Exam fraud (symbolic picture )
Exam fraud (symbolic picture )

 

ভুবনেশ্বর, ১ অক্টোবর  : ওড়িশা পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ পরীক্ষায় বড় ধরনের কেলেঙ্কারির অভিযোগে ১১৭ জনকে আটক করেছে। এর মধ্যে ১১৪ জন পরীক্ষার্থী এবং ৩ জন এজেন্ট, যারা প্রশ্নপত্র সরবরাহের সঙ্গে যুক্ত। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ব্রহ্মপুরে তিনটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। পরীক্ষার্থীরা বিজয়নগরম, অন্ধ্রপ্রদেশে গোপনে প্রশ্নপত্র পাওয়ার জন্য এজেন্টদের সহায়তা নিয়ে যাচ্ছিল।প্রতিটি পরীক্ষার্থী ২৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ব্রহ্মপুরের গোলন্থরা থানায় মামলা দায়ের করা হয়েছে। সকল অভিযুক্তকে আদালতে হাজির করা হবে। এই ঘটনার পর আগামী ৫ ও ৬ অক্টোবরের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

You might also like!