Country

1 month ago

Heavy Rain Warning In Madhya Pradesh: বৃষ্টির জেরে মধ্যপ্রদেশে জারি সতর্কতা

Heavy Rain Warning In Madhya Pradesh
Heavy Rain Warning In Madhya Pradesh

 

ভোপাল, ১০ জুলাই : মধ্যপ্রদেশে প্রবল বর্ষণে একাধিক জেলায় বন্যার পরিস্থিতি। বৃহস্পতিবার আবহাওয়া দফতরের তরফে জানা গেছে ,১৪টি জেলায় অতি ভারী এবং ২২ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জবলপুর, মণ্ডলা, নারসিংহপুর, উমরিয়া, শেহডোল-সহ বিভিন্ন জেলায় ৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। গোয়ালিয়র, সাগর, রেওয়া, সিধি-সহ বহু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নর্মদা নদীর জলস্তর বিপদসীমার ছাড়িয়েছে।মধ্যপ্রদেশে রাজ্যের বহু স্থানে রাস্তা ও সেতু ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন।

You might also like!