Country

1 month ago

Gujarat Monsoon: গুজরাটের বনাসকাঁঠায় ভারী বৃষ্টিপাত, মাথায় হাত কৃষকদের

Gujarat Monsoon
Gujarat Monsoon

 

বনাসকাঁঠা, ১৯ জুলাই : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হল গুজরাটের বনাসকাঁঠা। এতটাই বৃষ্টি হয়েছে যে জমির ফসল নষ্ট হয়েছে, মাথায় হাত কৃষকদের। শুক্রবার গভীর রাত থেকে লাখানি, থারাড, কাঁকরেজ এবং আশেপাশের গ্রামগুলিতে একটানা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টি কৃষিকাজের জন্য উপকারী হলেও, অতিরিক্ত বৃষ্টিপাত কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে, যার ফলে চিনাবাদাম এবং অন্যান্য মরশুমি ফসলের ক্ষতি হতে পারে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি, শনিবার সকালেও থামেনি।


You might also like!